স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্টের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিনে আল আমিনের ঘূর্ণি দেখেছে আফগানরা। তবে পার্ট টাইমার এই স্পিনারের ৫১ রানে ৪ উইকেটের পরও ৮৮.১ ওভারে ৬ উইকেটে ২৪২ রান নিয়ে দিন শেষ করে স্বস্তিতে সফরকারী আফগানিস্তান। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ- আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে চলমান সফরের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় আফগানিস্তান। ব্যাট হাতে শুরুটা দুর্দান্ত করেন আফগানদের দুই ওপেনার এহসানুল্লাহ জানাত ও ইব্রাহিম জাদরান। ওপেনিং জুটিতে শতরানের কোটা স্পর্শ করেন তারা। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে আহত অবসর নেন। ৭টি চার ও ১টি ছক্কায় ১৩৭ বলে জানাত ৬২ ও ৬টি চারে ১২৪ বলে ৫২ রান করেন জাদরান।
জানাত-জাদরানের ফিরে যাওয়ার পর প্রথম উইকেটের দেখা পায় বিসিবি একাদশের বোলাররা। ৪৬তম ওভারের শেষ বলে দলীয় ১৩১ রানে আফগানিস্তানের হয়ে তিন নম্বরে নামা জাভেদ আহামাদিকে ৩ রানে থামিয়ে দেন ডান-হাতি পেসার সুমন খান। চার নম্বরে নেমে সুবিধা করতে পারেননি রহমত শাহ। ব্যক্তিগত ৭ ও দলীয় ১৫২ রানে অফ-স্পিনার আল-আমিনের বলে ফিরেন রহমত।
জাভেদ-রহমত দুই অংকের কোটা পেরোতে না পারলেও পরের দিকের তিন মিডল-অর্ডার ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহিদি, আসগর আফগান ও মোহাম্মদ নবী ছোট-ছোট ইনিংস খেলেছেন। শাহিদি ২৬, আফগান ১৬ ও নবী ৩৩ রান করেন। শাহিদি-আফগানকে শিকার করেন আল-আমিন। নবীকে আউট করেন সুমন। দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেন তিনি। তার বিদায়ের ৯ বল পরই দিনের খেলা শেষ হয়। মাঝে উইকেটরক্ষক ইকরাম আলী খিল ১ রান করে আল-আমিনের চতুর্থ শিকার হন।
আফসার জাজাই ২০ ও অধিনায়ক রশিদ খান ৬ রান নিয়ে অপরাজিত আছেন। আল-আমিন ৫১ রানে ৪ ও সুমন ২১ রানে ২ উইকেট নেন।
বিডি-প্রতিদিন/মাহবুব