টেস্টে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন জশপ্রীত বুমরাহ। কিংস্টনে বুমরাহর হ্যাটট্রিক হতেই ধারাভাষ্যকার প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ইয়ান বিশপ, সুনীল গাভাস্কারকে প্রশ্ন করেন, বুমরাহর অ্যাকশন নিয়ে তো অনেকেই প্রশ্ন তুলেছেন সেটা কীভাবে দেখেন গাভাস্কার? এই প্রশ্ন শুনেই সমালোচকদের একহাত নিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার।
বিশপের প্রশ্ন শুনে সরাসরি তাকেই প্রশ্ন করেন গাভাস্কার, "তুমি কি সেই সব মানুষগুলোর নাম বলতে পারবে যারা বুমরাহর অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে?" ইয়ান বিশপ অবশ্য সেই প্রশ্নের উত্তর না দিয়ে গাভাস্কার সঙ্গে বুমরাহর বোলিং অ্যাকশন যে বৈধ তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেন।
তখনই গাভাস্কার বলেন, "আর একটু কাছ থেকে দেখা যাক... প্রথমে কয়েক ধাপ হেঁটে তারপর দৌড়ে গতি বাড়িয়ে এবং শেষে একদম সোজা থেকে বল ছাড়ে বুমরাহ। এখন আমাকে দেখাও অ্যাকশনের ঠিক কোন জায়গায় হাত বাঁকছে? এটা একদম ঠিক বোলিং অ্যাকশন। মানুষের খেয়ে দেয়ে কোন কাজ নেই।"
বিডি প্রতিদিন/ ওয়াসিফ