স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্টে নিজ দল আন্ডারডগ হিসেবে মাঠে নামবে বলে স্বীকার করেছেন সফররত আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ এন্ডি মোলস। আগামী বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে তার দল চাপমুক্ত ক্রিকেট খেলবে বলেও উল্লেখ করেন মোলস।
চট্টগ্রামে আজ মঙ্গলবার সাংবাদিকদের মোলস বলেন, ‘আমাদের আরও বেশি ধারাবাহিক হওয়া দরকার, আমরা মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলেছি, এটা হবে আমাদের তৃতীয় ম্যাচ। আমাদের দীর্ঘ সময় ব্যাট করতে হবে, প্রথম কিংবা ফার্স্ট স্পেলে আমাদের আরও ভাল বোলিং করতে হবে। টেস্ট ক্রিকেট অনেক কঠিন। তাই মাঠে আমাদের সর্বোচ্চ মনোযোগের বিষয়টি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আমি কাউকে ছাড় দিতে চাই না।
মোলস বলেন, ‘বাংলাদেশ নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি। এখানে এসেছি আমরা কি করতে পারি সে বিষয়ে কথা বলতে। তারা কিভাবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করবে আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারি না। অধিনায়ক রশিদ খানের নেতৃত্বে দল কিভাবে ভাল করতে পারে আমি কেবল সেটাই বলতে পারি। আমাদের চ্যাঞ্জে হচ্ছে ধারাবাহিকতা। একই সঙ্গে আমাদের দলে দক্ষ খেলোয়াড়ও আছে।’
বাংলাদেশের ন্যায় নিজেদেরও শক্তিশালী স্পিন আক্রমণ বিভাগ থাকায় আফগানিস্তান ম্যাচ জয়ের আশা ছাড়ছে না জানিয়ে মোলস বলেন, ম্যাচটি জিততে পারলে তা হবে আফগান ক্রিকেটের জন্য একটা বড় অর্জন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম