জিম্বাবুয়ে ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন।
মঙ্গলবার জিম্বাবুয়ে ক্রিকেট তাদের অফিসিয়াল টুইটারে মাসাকাদজার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘ব্রেকিং: জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ঘোষণা দিয়েছেন বাংলাদেশে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিবেন। ধন্যবাদ কিংবদন্তি হামি।’
গত ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের অধিনায়কত্বের দায়িত্ব পান মাসাকাদজা। কিন্তু জুলাইয়ে আইসিসি নিষেধাজ্ঞা দেয় জিম্বাবুয়ে ক্রিকেটকে। এর ফলে দেশটির অনেক ক্রিকেটার অবসর নিয়ে নেন। এবার জিম্বাবুয়ের অনিশ্চয়তায় ভরা ক্রিকেট জীবনকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী অলরাউন্ডার মাসাকাদজাও।
বাংলাদেশ-জিম্বাবুয়ে ও আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৩ সেপ্টেম্বর।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ