মধ্যাহ্ন ভোজের বিরতির পর ৪১তম ওভার শেষে চট্টগ্রাম টেস্টে আঘাত হানে বৃষ্টি। তবে ভারী বৃষ্টি না হওয়ায় খুব দ্রুতই খেলা শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে আফগানিস্তান।
এর আগে মধ্যাহ্ন ভোজের বিরতির ঠিক আগেই তৃতীয় উইকেট উপহার দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৩তম ওভারের চতুর্থ বলে আফগানিস্তানের দলীয় ৭৭ রানে হাশমতউল্লাহ শহিদীকে বিদায় করেন এই অলরাউন্ডার। ব্যক্তিগত ১৪ রানে শহিদী উইকেটের পেছনে স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকারকে ক্যাচ দেন।
এর আগে দলীয় ১৯ রানে ইহসানউল্লাহকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান তাইজুল। এরপর ইব্রাহিম জাদরানকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠছিলেন রহমত শাহ। তাতেও বাদ সাদলেন তিনি। ইব্রাহিমকে তুলে নিয়ে সেই জুটি ভাঙলেন বাংলাদেশ বিশেষজ্ঞ স্পিনার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ