১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১২

ম্যানইউ'র উপার্জনের শীর্ষে ডি গিয়া

অনলাইন ডেস্ক

ম্যানইউ'র উপার্জনের শীর্ষে ডি গিয়া

ফাইল ছবি

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ডেভিড ডি গিয়া। ২০২৩ সালের জুন পযর্ন্ত ওল্ড ট্রাফোর্ডেই থাকবেন এই স্প্যানিশ গোলরক্ষক। নতুন চুক্তি করে ইউনাইটেডের সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়দের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ডি গিয়া। প্রতি সপ্তাহে তিনি পাবেন ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৯৩ লক্ষ ৯২ হাজার টাকা।

এর আগে ওল্ড টাফোর্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পেতেন অ্যালেক্সিস সানচেজ। প্রতি সপ্তাহে চিলিয়ান ফরোয়ার্ডের পকেটে ঢুকত ৫ লাখ পাউন্ড। তবে চলতি মৌসুমে সানচেজকে ধারে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে পাঠিয়েছে ম্যানইউ।

ইউনাইটেডের সঙ্গে চুক্তি নবায়নের পর ডি গিয়া বলেন, ‘এখন আমার ভবিষ্যৎ নির্দিষ্ট, আমি সর্বাত্মকভাবে দলের অর্জনে সহায়তা করতে চাই। আমি বিশ্বাস করি আমরা আবার একত্রে শিরোপা জিতব। এটা সত্যি সুবিধার যে, সেরা এক ক্লাবের হয়ে আট বছর কাটানো।’

ডি গিয়ার পরে এখন ইউনাইটেডের শীর্ষ উপার্জনকারী খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন পল পগবা। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর