শিরোনাম
১৫ অক্টোবর, ২০১৯ ০৮:৫৮

মদ্রিচ-বেলের চোট, দুশ্চিন্তায় জিদান

অনলাইন ডেস্ক

মদ্রিচ-বেলের চোট, দুশ্চিন্তায় জিদান

ফাইল ছবি

দলের দুই বড় তারকা লুকা মদ্রিচ ও গ্যারেথ বেলের চোটের কারণে দুশ্চিন্তায় সময় কাটাতে হচ্ছে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানকে। চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারাই এবং এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে জিজু তার স্কোয়াডে এই দু’জনকে পাবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ।

রবিবার ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ওয়েলসের বিপক্ষে ১-১ ব্যধবানে ড্র করেছে ক্রোয়াটরা। কিন্তু রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্টরা বড় ধাক্কা খেয়েছে, দলনেতা মদ্রিচের চোটে। শেষ পর্যন্ত দুই মেডিকেল স্টাফের কাঁধে ভর করে মাঠ ছাড়তে হয় ক্রোয়াট মিডফিল্ডারকে। ডান পায়ে চোট পেয়েছেন মদ্রিচ। তাতেই কপালটা কুঁচকে গেছে রিয়াল কোচ জিদানের। 

ব্যালন ডি’অর জয়ী তারকা কবে সেরে উঠবেন, এখন তার দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে ফরাসি কোচকে। তবে আন্তর্জাতিক সূচির শেষ রাউন্ডের ম্যাচটি খেলে চোট নিয়েই স্পেনে ফিরেছেন মদ্রিচ। ৩৪ বছর বয়সী মিডফিল্ডারকে হয়তো ১৬ দিন বিশ্রামে থাকতে হতে পারে। ক্রোয়েশিয়া মেডিকেল কর্মকর্তাদের একজন রেডিও মার্কাকে বলেন, ‘ডাক্তারদের কথা অনুসারে, মদ্রিচ অত্যন্ত ব্যথাদায়ক চোট পেয়েছেন। এটা যৌক্তিক যে, লোকজন ক্লাসিকো নিয়ে চিন্তিত।

অন্যদিকে বেলকেও পুরো ম্যাচে বাঁ-পায়ে চোট নিয়ে উদ্বিগ্ন দেখা গেছে। বেলের চোট নিয়ে ওয়েলস কোচ রায়ান গিগস ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘বেল সামান্য চোটে ভুগছিলেন তবে সে খেলা চালিয়ে যেতে চেয়েছিল।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর