১৮ অক্টোবর, ২০১৯ ১৬:৫৮

পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক বাবর

অনলাইন ডেস্ক

পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক বাবর

তীব্র সমালোচনার মুখে অবশেষে সরফরাজ আহমেদকে টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে অস্ট্রেলিয়া সফরের জন্য নতুন নেতৃত্ব বেছে নিয়েছে পিসিবি।

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন টপঅর্ডার ব্যাটসম্যান আজহার আলি। আর টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন ২৫ বছর বয়সী তারকা ব্যাটসম্যান বাবর আজম।

অস্ট্রেলিয়া সফরের জন্য টি-টোয়েন্টিতে নেতৃত্ব পেয়ে বাবর বলেন, টি-টোয়েন্টিতে এক নম্বর দল পাকিস্তান। বিশ্বের নাম্বার ওয়ান দলের অধিনায়ক হতে পারাটা দারুণ ব্যাপার। আমি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সামনে আরও শিখতে চাই। আমি আনন্দিত যে, আমার সামর্থের ওপর বিশ্বাস রেখেছে পিসিবি।

আগামী নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে ৩ টি টি-টোয়েন্টি এবং ২ টি টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর