১৮ অক্টোবর, ২০১৯ ১৮:০১

উত্তর কোরিয়ায় ফাঁকা মাঠে ফুটবল!

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ায় ফাঁকা মাঠে ফুটবল!

সংগৃহীত ছবি

মঙ্গলবার অদ্ভুত এক খেলা হলো পিয়ংইয়ংয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নেমেছিল উত্তর ও দক্ষিণ কোরিয়া। তবে মাঠের খেলার চেয়ে আলোচনায় এসেছে আয়োজকদের কাণ্ড!

বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে সাংবাদিকদের মাঠে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা! শুধু সাংবাদিক নয়, মাঠে প্রবেশাধিকার ছিল না সাধারণ দর্শকদের। কেবল উত্তর কোরিয়ার সরকারঘেষা কয়েকজন গণমাধ্যমকর্মীকে বিশেষ ব্যবস্থায় মাঠে প্রবেশের সুযোগ দেওয়া হয়। ম্যাচে কেউ জেতেনি, কোনো গোল হয়নি। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে, দেশে ফিরে দক্ষিণ কোরিয়ানদের উপলব্ধি তারা যেন যুদ্ধ করে ফিরেছে।

মাঠে সাধারণ দর্শক না থাকলেও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। এই 'দর্শক'দের মধ্যে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত।

জানা গেছে, দক্ষিণ কোরিয়াকে ম্যাচের আগেই দর্শক না আনার জন্য বলে দেওয়া হয়েছিল। দক্ষিণ কোরিয়াকে পুরো ম্যাচের একটি ডিভিডি দেওয়া হয়েছে, যাতে তারা দেশে গিয়ে টিভিতে সেটা সম্প্রচার করতে পারে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর