১৮ অক্টোবর, ২০১৯ ২০:৩৪

বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা, টস নিয়ে ডু প্লেসিসের ভিন্ন পরিকল্পনা!

অনলাইন ডেস্ক

বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা, টস নিয়ে ডু প্লেসিসের ভিন্ন পরিকল্পনা!

ভারতের বিপক্ষে তিন টেস্টের প্রথম দুটিতে হেরে সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে দক্ষিণ আফ্রিকার।শনিবার রাঁচিতে শুরু হবে তৃতীয় টেস্ট। ভারত চাইছে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করতে। আর দক্ষিণ আফ্রিকা কোনমতে সম্মান বাঁচানোর জন্য শেষ টেস্টে নামতে চাইছে।

এরইমাঝে সংস্কারে আচ্ছন্ন হয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ভাগ্য বদলাতে রাঁচিতে টস করতে নাও আসতে পারেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। পরিবর্তে প্রথম একাদশের অন্য কোন ক্রিকেটার আসতে পারেন বিরাটের সঙ্গে টস করতে। কিন্তু এর কারণ কি?‌ 

জানা গেছে, সিরিজের প্রথম দু'টো টেস্টেই টস হেরেছিলেন ডু’‌প্লেসিস। দু’‌বারই টস জিতে প্রথমে ব্যাট করে ভারত রানের পাহাড়ে চড়ে বসেছিল। তাছাড়া এশিয়া উপমহাদেশে ডু’‌প্লেসিসের টস ভাগ্য অত্যন্ত খারাপ। টানা নয়বার টস হেরেছেন। তাই শুক্রবার তিনি বলেছেন, ‘‌শনিবার টস করতে হয়ত অন্য কাউকে পাঠানো হবে। আমার টস রেকর্ড মোটেও ভাল নয়। তাই অন্য কিছু করতে চাইছি।’‌ 

এরপরেই ডু’‌প্লেসিসের সংযোজন, ‘‌প্রথম ইনিংসে আমাদের বড় রান করতে হবে। এটা গুরুত্বপূর্ণ। প্রথম ইনিংসে যত রান করতে পারব, দ্বিতীয় ইনিংসে ততটাই ভাল জায়গায় থাকতে পারবো। একই ঘটনার পুনরাবৃত্তি বারবার চাই না।’‌ 

ভারত যে ঘরের মাঠে শক্তিশালী দল তা মেনে নিয়ে ডু’‌প্লেসি বলেছেন, ‘‌ঘরের মাঠে ভারতের রেকর্ড দারুণ। ঠিক আমাদের মতোই। তৃতীয় টেস্টের আগে কড়া অনুশীলন করেছি। দেখা যাক মাঠে কী হয়।’‌ 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর