পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারিয়েছেন সরফরাজ আহমেদ। খবরটি ক্রিকেট বিশ্বে বড় হয়েই এসেছে।
যদিও পাকিস্তানের অনেক উল্লেখযোগ্য সাফল্যের সাক্ষী ‘অধিনায়ক সরফরাজ’। তবে নেতৃত্ব থেকে তার বিদায়টা সুখকর হয়নি। তীব্র সমালোচনার মুখে তাকে টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে বিচ্যুত করা হয়েছে।
তবে এতে বিচলিত নন সরফরাজ বা তার স্ত্রী সৈয়দা খুশবত। খুশবত বলেন, ‘না, আমি বা আমার স্বামী কেউই বিচলিত নই। এটা বোর্ডের সিদ্ধান্ত এবং আমরা সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।’
সরফরাজ শুধু অধিনায়কত্বই হারাননি, টেস্ট ও টি-টোয়েন্টি দলে জায়গাও হারিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডেতে এখনো সরফরাজ অধিনায়ক থাকলেও টেস্টের দায়িত্ব দেওয়া হয়েছে আজহার আলীকে, টি-টোয়েন্টিতে বাবর আজমকে।
সরফরাজের স্ত্রী বলেন, আমরা তিন বছর আগেই জানতাম এমনটি হবে। এমন নয় তার রাস্তা বন্ধ হয়ে গেল। সে বরং এখন চাপমুক্ত থেকে খেলতে পারবে।’
৩২ বছর বয়সী ক্রিকেটার অভিমানে অবসর নিয়ে বসেন কি না, সেই চিন্তায় ছিলেন অনেকে। এই বিষয়ে খুশবতের জবাব, কেন সে অবসর নিবে? তার বয়স এখন মাত্র ৩২।
মাহেন্দ্র সিং ধোনিভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান দলের অন্যতম সদস্য) বয়স কত? ৩৮ বছর। সে কি অবসর নিয়ে বসেছে? আমার স্বামী দারুণভাবে ফিরে আসবে। সে একজন যোদ্ধা, ফিরবেই।’
বিডি প্রতিদিন/কালাম