১৯ অক্টোবর, ২০১৯ ১৮:৪৮

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে নিয়ে অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নাও খেলতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই বিরতিহীনভাবে খেলে আসছেন তিনি। চাপ কমাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে কোহলিকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিরাট কোহলির বিশ্রামের বিষয়টি ম্যানেজমেন্টের মাথায় রয়েছে। তবে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচ শেষে এ বিষয়ে বিরাট কোহলির সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ওই সূত্র জানায়।

তবে বাংলাদেশের বিপেক্ষ দুই টেস্ট সিরিজে কোহলি খেলবেন বলে ধারণা করা হচ্ছে। কোহলি জানিয়েছেন, লংগার ভার্সন তার রয়েছে তার হুদয় জুড়ে এবং ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরের শিরোপা এনে দিতে কোন ঘাটতি রাখতে চান না। 

আগামী ২৪ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের দল ঘোষণা করার কথা রয়েছে বিসিসিআইয়ের।


বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর