স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ মৌসুমের প্রথম হারের স্বাদ পেল। মায়োর্কোর কাছে ১-০ গোলে হেরেছে জিদান শিষ্যরা।
এদিন মায়োর্কোর মাঠে ম্যাচের ৭ মিনিটে জুনিয়র লোগোর গোলে পিছিয়ে পড়ে বেল-মডরিচ-টনি ক্রুস-এডেন হ্যাজার্ড বিহীন রিয়াল। এরপর ম্যাচে ফিরতে মরিয়া ছিলেন বেনজেমা, হামেস রদ্রিগেজরা। তবে প্রতিপক্ষের গোলমুখে তাদের বিবর্ণ রূপে ম্যাচে ফেরা হয়নি জিদান শিষ্যদের। ম্যাচের শেষ দিকে ফ্রি কিক থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেন রামোস, বেনজেমা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ