ভারতের পারফরম্যান্স দেখে মুগ্ধ ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান লারা। তারই জের ধরে কোহলি, শামিদের ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শালদের তুলনা করলেন তিনি। সাত আর আটের দশকের ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে ভারতীয় দলের তুলনা টেনে প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক জানালেন, অপ্রতিরোধ্য ভারতীয় দলকে থামানো যে কোন দলের পক্ষেই কঠিন।
কোহলিদের প্রশংসা করে লারা বলেন, "শুধু ঘরের মাঠে নয়। বিদেশের মাটিতেও অপ্রতিরোধ্য ভারতীয় দল। সাতের দশকে ওয়েস্ট ইন্ডিজ, নয়ের দশকে অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটকে শাসন করেছে। এখন ভারতীয় দলের সময়। বিশ্বের যে প্রান্তেই কোহলিরা খেলতে যাক, প্রতিপক্ষকে হারানোর সবরকম ক্ষমতা রাখেন তারা। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং- সব বিভাগেই ভারতীয় দল সেরা।"
বিডি প্রতিদিন/ ওয়াসিফ