ইয়েমেনের জনপ্রিয় হতে আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, সামরিক উপায়ে তার দেশে এবং গোটা মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। ইয়েমেনের ওপর চলমান বর্বর আগ্রাসন এবং অবরোধের বিরুদ্ধে সৌদি আরবকে হুঁশিয়ার করে তিনি একথা বলেছেন।
ইয়েমেন সফররত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিতের সঙ্গে বৈঠকে আব্দুল মালেক আল-হুথি আরো বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব যে সামরিক আগ্রাসন চালিয়েছে তা এ পর্যন্ত চরমভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সামরিক উপায়ে ইয়েমেনে এবং গোটা মধ্যপ্রাচ্যে কোনভাবে শান্তি আসবে না। পরে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র আব্দুস সালাম এসব কথা জানান।
হুথি প্রধান আবদুল মালেক সামরিক সংঘাত অবসানের আহ্বান জানান এবং শান্তিপূর্ণ উপায়ে চলমান সংকট সমাধানের কথা বলেন। বন্দি বিনিময়ের বিষয়ে গত বছর সুইডেনের রাজধানী স্টকহোমে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়নের ব্যাপারে রিয়াদ বাধা সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ওই চুক্তির আওতায় এ পর্যন্ত সৌদি আরবের শত শত বন্দীকে মুক্তি দিয়েছে সানা।
স্টকহোমে সই হওয়া চুক্তি বাস্তবায়নের বিষয়টি মরেজমিনে দেখার জন্য মার্টিন গ্রিফিথ বর্তমানে ইয়েমেন সফর করছেন।
বিডি প্রতিদিন/আরাফাত