ভারতের মাটিতে আসন্ন টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি গোলাপি বলে (দিবা-রাত্রি) ম্যাচ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের প্রস্তাবের প্রেক্ষিতে দলের খেলোয়াড়, কোচ- সবার সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফলে আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম দিন-রাতের টেস্ট। যা নিয়ে উচ্ছ্বসিত টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।
মঙ্গলবার বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের প্রস্তাবিত দিন-রাতের টেস্ট ম্যাচ খেলার ব্যাপারে বোর্ডের সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, গোলাপি বলের টেস্ট, 'এটা আমাদের জন্য বিশাল সুযোগ। দুই দলের কেউই দিন রাতের টেস্ট খেলেনি। সেদিক থেকে প্রস্তুতি সবারই সমান সমান। আমরা ভীষণ রোমাঞ্চিত কলকাতায় গোলাপি বলে খেলতে। ক্রিকেটারদের সাথে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/মাহবুব