সাকিব আল হাসানের দুই বছরের নিষেধাজ্ঞায় স্তম্ভিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, এর চেয়ে হতাশার আর কিছু নেই। সাকিবকে নিয়ে আমাদের সব পরিকল্পনা ছিল। সাকিবের অভাব পূরণ হওয়ার নয়।
জুয়াড়ির কাছ থেকে পাওয়া প্রস্তাব গোপন করার দায়ে মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই বছরের নিষেধাজ্ঞার কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তবে সাকিব দায় স্বীকার করে নেওয়ায় এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে।
পরে রাত সোয়া ৮টার দিকে সাকিবকে নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় সাকিবকে পাশে রেখে বোর্ড সভাপতি আরও বলেন, বিসিবি সাকিবের পাশে থাকবে। শিগগিরই সে আবারও বাংলাদেশ ক্রিকেটে ফিরবে এবং দেশের হয়ে আরও অবদান রাখবে।
বিডি-প্রতিদিন/মাহবুব