আসন্ন ভারত সফরের জন্য টি-টোয়েন্টি স্কোয়াডে তিনটি পরিবর্তন আনা হয়েছে। নিষেধাজ্ঞার খড়গে পড়ায় সাকিব আল হাসানের জায়গায় নেওয়া হয়েছে তাইজুল ইসলামকে। অন্যদিকে, ব্যক্তিগত কারণে সরে দাঁড়নো তামিম ইকবালের জায়গায় নেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনকে। আর ইনজুরির কারণে ছিটকে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় নেওয়া হয়েছে আবু হায়দার রনিকে।
এদিকে, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের জায়গায় টেস্টে মুমিনুল হক এবং টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নতুন করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম।
বিডি-প্রতিদিন/মাহবুব