২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল নামিবিয়া। এরপর আবারও বিশ্বকাপে দেখা যাবে দলটিকে। তবে এবার প্রথমবারের মতো টি-টোয়েটি বিশ্বকাপ খেলবে নামিবিয়া।
স্থানীয় সময় বুধবার আবুধাবী আন্তর্জাতিক স্টেডিয়ামে ওমানকে ৫৪ হারায় আফ্রিকান এ দেশটি। একই সঙ্গে নিশ্চিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো নিজেদের টিকিট।
প্রথমে ব্যাট করতে নেমে দলের ৫৫ রানে প্রথম চার উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া। এরপর স্মিটের ২৫ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংসের ফলে শেষ পর্যন্ত দলটি ২০ ওভারে ১৬১ রান সংগ্রহ করে। স্মিটের পাশাপাশি নামিবিয়ার পক্ষে উইলিয়ামস ৪১ বলে ৪৫ রান করেন।
জবাবে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৫৮ রান সংগ্রহ করে ফেলে ওমান। কিন্তু পরের ব্যাটম্যানদের ব্যর্থতার ফলে শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই ১০৭ রানে অলআউট হয়ে যায় ওমান।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ