আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার আইন লঙ্ঘনের অপরাধে নিষেধাজ্ঞার খড়গে পড়া বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
বুধবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে তিনি সাকিবের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
জামাল ভূঁইয়া বলেন, সাকিবের জন্য খুব দুঃখ হচ্ছে। এই দেশে ক্রিকেট এত জনপ্রিয় সাকিবের জন্যই। আমি ক্রিকেট দেখি সাকিবের জন্য। তবে আইন না মানলে তো শাস্তি পেতেই হবে। এটা মেনে নিতে হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব