বাংলাদেশ ও শ্রীলংকা যুব দলের ৪ দিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সাফল্যে এবার আরও বড় পরিসরের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের স্বপ্ন দেখছেন বরিশালের ক্রীড়া সংগঠক ও কর্মকর্তারা। ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রবল আগ্রহের কারণে বরিশালে আবারও বড় পরিসরের ক্রিকেট আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি’র ম্যাচ রেফারি এএসএম রকিবুল হাসান।
বরিশালের আতিথেয়তা, আয়োজন ও নিরাপত্তা সব কিছু আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অনুকূলে থাকলেও তারকামানের আবাসন সংকটের কথা বলেছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। তারকামানের আবাসন সংকটের কথা স্বীকার করে স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এসএম অজিয়র রহমান। যদিও একাধিক উদ্যোক্তা বরিশালে তারকামানের আবাসিক হোটেল নির্মাণের জন্য জমি ক্রয়সহ সার্বিক প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু।
১৯৬৬ সালে নগরীর বান্দ রোডের পাশে চাঁদমারী এলাকায় কীর্তনখোলা নদীর তীরে ২৯.৬ একর জমির উপর বরিশাল জেলা স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয়। আউটার স্টেডিয়ামসহ দেশের অন্যতম বৃহত্তম এই স্টেডিয়ামটি ২০০৭ সালে আধুনিকায়ন করা হয়। নদী তীরবর্তী মনোরম পরিবেশ, ৩৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি, ৫ তলা বিশিষ্ট প্যাভেলিয়ন, খেলোয়াড়দের পৃথক ড্রেসিং রুম, আন্তর্জাতিক মানের ৩টি ক্রিকেট পিচ, ম্যাচ অফিশিয়াল রুম, আম্পায়ার রুম, ৩তলা বিশিষ্ট প্রেসবক্স, উন্নত মানের ফ্লাড লাইটসহ রয়েছে আনুষাঙ্গিক সব অবকাঠামো সুবিধা। কিন্তু দীর্ঘ ৫৩ বছর ধরে অবহেলিত ছিল দক্ষিনাঞ্চলের আধুনিক এই স্টেডিয়ামটি। অবশেষে বিসিবি’র আন্তরিকতায় গত ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বরিশাল স্টেডিয়ামে প্রথম বিদেশী দল হিসেবে শ্রীলংকান যুবরা খেলে গেছেন বাংলাদেশি যুবাদের বিপক্ষে। দুই দেশের যুব দলের থাকা, খাওয়া, চলাফেরা, নিরাপত্তা, অনুশীলন সুবিধাসহ সব ব্যবস্থাই করে বরিশালের কর্মকর্তারা। স্থানীয় সংগঠক ও কর্মকর্তাদের ব্যবস্থাপনায় দারুন খুশী বিসিবি’র কর্মকর্তা সাবেক অধিনায়ক এএসএম রকিবুল হাসান।
রকিবুল হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৮০ দশকে তিনি এই মাঠে খেলে গেছেন। আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বরিশাল স্টেডিয়াম। নদীর তীরে মনোরম পরিবেশে এমন স্টেডিয়াম দেশে দ্বিতীয়টি নেই। বাংলাদেশ ও শ্রীলংকা যুবদলের ম্যাচ উপলক্ষে এখানকার আতিথেয়তাসহ ব্যবস্থাপনায় মুগ্ধ তারা। বিশেষ করে বরিশালের দর্শকদের প্রবল আগ্রহ তাদের খুব ভালো লেগেছে। দর্শকের আগ্রহের কারণে বিসিবি আগামীতে বরিশালে বড় পরিসরের ম্যাচ দেবে প্রত্যাশা তার। এ বিষয়ে তিনি নিজেও সুপারিশ করবেন। তবে তারকামানের আবাসিক হোটেল সংকট বরিশালে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সব চেয়ে বড় প্রতিবন্ধকতা বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/শফিক