জুয়াড়ির কাছ থেকে পাওয়া প্রস্তাব গোপন করায় বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। এর মধ্যে এক বছর পুরোপুরি নিষিদ্ধ, আর বাকি এক বছরের সাজা স্থগিত।
আইসিসির দেওয়া নিয়ম-কানুন মেনে চললে এক বছর পর আবারও মাঠে ফিরতে পারবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে জানান, সাকিবকে যতটুকু সম্ভব সুযোগ সুবিধা দেওয়া হবে। এছাড়া নিষিদ্ধ হওয়ায় সাকিব বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে থাকবে কিনা সেটাও বোর্ডের আগামী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
আকরাম খান আরও বলেন, ‘আগামী বোর্ড সভায় সাকিবের ব্যাপারে আলোচনা করা হবে, সে কী কী সুযোগ সুবিধা পাবে। আলাদা করে যদি ট্রেনিংয়ের সুবিধা দেওয়া যায় তবে সেটাও সেখানে আলোচনা করা হবে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন