তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। বুধবার ব্রিসবেনে ৯ উইকেটের বড় জয় পায় অজিরা।
প্রথমে ব্যাট করা লঙ্কানরা ১৯ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায়। জবাবে মাত্র ১৩ ওভারে ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ফিফটিতে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দলটি।
এদিন ১১৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে যদিও প্রথম ওভারেই লাসিথ মালিঙ্গার শিকার হন ওপেনার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যক্তিগত শূন্য রানে তিনি পেরেরার হাতে ক্যাচ দেন। তবে বাকি গল্পটা শুধুই ওয়ার্নার ও স্মিথময়। অপরাজিত থেকেই তারা মাঠ ছাড়েন। ওয়ার্নার ৪১ বলে ৯টি চারে ৬০ করেন। আর স্মিথ ৩৬ বলে ৬টি চারে ৫৩ করেন। ম্যাচ সেরা নির্বাচিত হন ওয়ার্নার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ