প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই ল্যাটিন দল আর্জেন্টিনা ও উরুগুয়ে। ব্রাজিলের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি এসেছিল লিওনেল মেসির পা থেকে। আজও আর্জেন্টিনার ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন মেসি। সৌদি আরবের পর ইসরায়েলেও দেখা গেলো মেসি জাদু।
দলকে জেতাতে পারেননি, তবে শেষ সময়ে গোল করে পরাজয় থেকে বাঁচিয়েছেন। অতিরিক্ত সময়ে মেসির পেনাল্টি গোলে প্রীতি ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।
সোমবার তেলআবিবে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা। কিন্তু দুই দুইবার পিছিয়ে পড়ে দলটি। তবে দুইবারই দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় তারা। ম্যাচের শেষ মুহূর্তে লিওনেল মেসির পেনাল্টি গোলে সমতাসূচক গোল পায় দলটি। এছাড়া গোল পেয়েছেন সের্জিও আগুয়েরোও। উরুগুয়ের হয়ে গোল দুটি করেছেন দলের সেরা দুই তারকা এদিসন কাভানি ও লুইস সুয়ারেজ।
বিডি-প্রতিদিন/শফিক