২০ নভেম্বর, ২০১৯ ০৮:৩৯

স্পেন শিবিরের প্রধান কোচের দায়িত্বে ফিরলেন এনরিকে

অনলাইন ডেস্ক

স্পেন শিবিরের প্রধান কোচের দায়িত্বে ফিরলেন এনরিকে

আগামী ২০২০ ইউরো’র জন্য পদত্যাগের প্রায় ৫ মাস পর ফের স্পেন জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ফিরলেন লুইস এনরিকে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস এনরিকের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে গত জুনে চাকরি থেকে অব্যাহতি নেন এনরিকে। তবে আসন্ন ইউরোর জন্য তার শরণাপন্ন হয় আরএফইএফ। এই ৪৯ বছর বয়সী কোচকে জায়গা ছেড়ে দিয়ে এরইমধ্যে সরে দাঁড়িয়েছেন লা রোহাদের কোচ রবার্তো মোরেনো। 

এনরিকে সরে দাঁড়ানোর পর তারই সহকারী কোচ মোরেনোকে দায়িত্ব দিয়েছিল আরএফইএফ। পরে জুনে তাকে অন্তর্বর্তীকালীন থেকে স্থায়ী কোচের পদে নিয়োগ দেওয়া হয়েছিল। মোরেনোর অধীনে ইউরো বাছাইপর্বে ৮ ম্যাচ খেলে ৬ জয় ও ২ ড্র মিলিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে স্পেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর