২৫ নভেম্বর, ২০১৯ ০৮:৪৪

আমি কোন অজুহাত দেবো না: মুমিনুল

অনলাইন ডেস্ক

আমি কোন অজুহাত দেবো না: মুমিনুল

ইডেনে ভারতীয় পেসারদের সাঁড়াশি আক্রমণে মুমিনুলদের ব্যাটিং দেখে মনে হয়েছে, বাঘের খাঁচায় তাদের ছেড়ে দিয়েছে কেউ। ধেয়ে আসা বুলেট গতির বলগুলো থেকে জানপ্রাণ চেষ্টা করছেন ক্রিকেটাররা। কিন্তু বাঘের থাবা থেকে বাঁচতে পারছিলেন না কোনোভাবেই। গতি, সুইং ও বাউন্সারের বিপক্ষে এতটাই নাজেহাল হচ্ছিলেন মুমিনুল, মিথুন, সাদমানরা, তাদের সামর্থ্যরে উপমা দিতেও ভয় পাচ্ছিলেন ধারাভাষ্যকাররা।

প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ব্যাটসম্যানরা ব্যাট হাতে ব্যর্থ। যার কারণে কোন রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে বাংলাদেশ। ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারলে হয়তো টেস্টে ম্যাচে আরও লড়াই করা যেত, এমনটাই জানালেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

মুমিনুল বলেন, ‘প্রফেশনাল ক্রিকেটার হিসেবে অজুহাত দেখানোর কোনো মানেই হয় না। আমি কোন অজুহাত দেবো না। এটা হয়নি ওটা হয়নি, অজুহাত দেয় যারা পরাজিত হয়। আমরা টিম হিসেবে খেলতে পারিনি এমনকি কোনো বড় জুটি গড়তে পারিনি। গতকাল মুশফিক ভাই, রিয়াদ ভাই ভালো জুটি গড়েছিল। এভাবে যদি জুটি গড়তে পারতাম তাহলে হয়তো ম্যাচটাতে টিকে থাকতে পারতাম। আমরা খুব বাজে ব্যাটিং করেছি।’

এই সিরিজ থেকেও অনেক কিছু শেখার আছে বলে মনে করেন অধিনায়ক। তিনি বলেন, ‘এই সিরিজটা থেকে অনেক কিছু শেখার আছে। আপনি কেমন খেললেন পরবর্তীতে কী প্রস্তুতি নেবেন, আমার মনে হয় দলের সবাই এই শিক্ষাটা নেবে। যে শিক্ষাটা পরবর্তীতে এক বছর অথবা দুই বছর সিরিজগুলোতে অনেক কাজ দেবে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর