জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন নামে আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠেছে।
রবিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি নামিদামি তারকাদের পারফরম্যান্স দেখা যাবে। বাংলাদেশের সঙ্গীত শিল্পী জেমস ও মমতাজের পাশাপাশি স্টেজ মাতাবেন ভারতীয় সঙ্গীত তারকা সনু নিগাম। আছেন বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাদের একক পারফরম্যান্সের পাশাপাশি দ্বৈত পারফরম্যান্সও দেখা দেখা যাবে।
বিডি-প্রতিদিন/মাহবুব