সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের ওপর চীনের নিপীড়নের বিষয়ে চুপ থাকায় মুসলিম সম্প্রদায়ের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তুর্কী বংশোদ্ভূত জার্মান ফুটবলার মেসুত ওজিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে আর্সেনাল তারকা মেসুত ওজিল টুইটারে শুক্রবার একটি পোস্ট করেন। যার শিরোনাম ছিল, 'পূর্ব তুর্কিস্থান: মুসলিম উম্মাহর রক্তাক্ত ক্ষত'। দীর্ঘ ওই পোস্টে ওজিল উইঘুর মুসলিমদের 'যোদ্ধা' হিসেবে আখ্যা দিয়েছেন।
এদিকে, জার্মান ফুটবলার মেসুত ওজিল যে টুইট করেছে সেটির সাথে তার ক্লাব আর্সেনালের সংশ্লিষ্টতা নেই বলে বিবৃতি প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। আর্সেনাল বলেছে, সোশ্যাল মিডিয়ায় মেসুত ওজিলের করা মন্তব্যের সাথে ক্লাবের মতাদর্শের কোনো সম্পর্ক নেই। আর্সেনাল সবসময়ই একটি অরাজনৈতিক সংগঠন।
সূত্র: ডেইলি সাবাহ, বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা