মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিশ্ব ক্রিকেট কমিটিতে সাকিব আল হাসান ও ইয়ান বিশপের স্থলে জায়গা করে নিয়েছেন সাবেক ব্রিটিশ অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্টেরিট।
সাকিব ও বিশপ দুজনেই পদত্যাগ করেছেন। গত অক্টোবরে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হওয়ায় দুই বছরের নিষেধাজ্ঞার কবলে পড়েন সাকিব। এরপর তিনি এমসিসি থেকেও পদত্যাগ করেন।
এমসিসির বর্তমান সদস্যরা হলেন অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন, সাবেক অসি অধিনায়ক রিকি পন্টিং ও সাবেক লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।
বিডি প্রতিদিন/ফারজানা