তিনি না থেকেও দলের সঙ্গে রয়েছন। এমনটাই মনে করে ভারত। তাই ভারতীয় টিম বাসে এখনও ফাঁকা রাখা হয় মহেন্দ্র সিং ধোনির সিট। এই তথ্য ফাঁস করলেন যুবেন্দ্র চাহাল৷
৬ মাসের বেশি সময় ভারতীয় দলে দেখা যায়নি ধোনিকে। কবে ফিরবেন তার কোনও নিশ্চয়তা নেই। আদৌ ফিরবেন কিনা, তা বলা মুশকিল। কিন্তু বিরাটবাহিনী মনে করেন ফিরবে। তাই টিমবাসে ধোনির সিট এখনও ফাঁকা রাখা হয়।
গত বছর ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকেই জাতীয় দলের বাইরে ধোনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাওয়ে ও হোম সিরিজ। তারপর দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা সিরিজেও ধোনি ‘মেন ইন ব্লু’ জার্সিতে ফেরার রহস্য ক্রমশ ঘনিভূত হয়েছে। টিম ইন্ডিয়ার প্রধান কোচ রবি শাস্ত্রী ভারতের দু’টি বিশ্বকাপজয়ী অধিনায়ের অবসরের কথা বলায় রহস্য আরও দানা বেঁধেছে। তবে ধোনি নিজে অবশ্য অবসরের কোনও ইঙ্গিত দেননি।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় স্বাভাবিকভাবেই বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন ধোনি। এতে মাহির জাতীয় দলে ফেরার আশঙ্কা আরও ক্ষীণ হয়েছে৷ তবে আইপিএল যে খেলবেন তা নিশ্চিত। কারণ বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ার দিনেই রাঁচিতে ঝাড়খণ্ড রঞ্জি দলের সঙ্গে প্র্যাকটিসে নেমে পড়েন ধোনি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ