টানা ২০ ম্যাচে অপরাজিত জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে-ই একমাত্র ট্রফি যা জিদান এখনো জিততে পারেননি। বুধবার কোপা দেল রেতে রিয়াল জারাগোজার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠে গেছে এ স্প্যানিশ ক্লাব। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে রিয়ালের মাধ্যমে জিদানের সেই স্বপ্ন পূরণ হতে পারে।
ম্যাচের ষষ্ঠ মিনিটে টনি ক্রুসের বাড়ানো বল জালে জড়ান ভারানে। চার গোলের দুটিই হলে জার্মান তারকা ফুটবলার টনি ক্রুসের সহায়তায়। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭২ তম মিনিটে হামেস রদ্রিগেজের থ্রো-ইন থেকে পাওয়া বল জালে জড়ান ভিনিসিয়ুয়াস জুনিয়র। ৭৯ মিনিটে কার্বাহালের কাছ থেকে বল পেয়ে গোল উৎসবের ইতি টানেন রিয়ালের ফরাসি ফরোয়ার্ড বেনজেমা।
বিডি প্রতিদিন/ফারজানা