রকিবুল হাসানের ঘূর্ণিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশের দেওয়া ২৬২ রানের জবাবে ১৫৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচসেরা রকিবুল হাসান একাই তুলে নেন ৫ উইকেট নেন। আগামী ৬ ফেব্রুয়ারি সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
এদিন, টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই বাংলাদেশের স্কোরবোর্ডে ৬০ রান যোগ করেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হোসেন তামিম। ব্যক্তিগত ১৭ রানে ইমন এলবিডব্লিউ’র শিকার হলেও থামেনি জুনিয়র তামিমের ব্যাট। মাঝখানে মাহমুদুল হাসান জয় (৩) সাজঘরে ফিরলেও তৌহিদ হৃদয়ের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহের স্বপ্ন দেখান তিনি। তবে সেঞ্চুরি থেকে ২০ রান দূরে থাকতে আউট হন তামিম। তার ৮৪ বলে ৮০ রানের ইনিংসটি সাজানো ছিল ১২ চারে।
এরপর স্কোরবোর্ডে আর দুই রান জমা হতেই বিদায় নেন হৃদয় (৫১)। তবে সেখান থেকে দলকে লড়াকু স্কোর এনে দেন শাহাদাত হোসাইন। ৭৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭৪ রানে অপরাজিত ছিলেন তিনি। এর আগে শামীম হোসেন রান আউট হোন ব্যক্তিগত ১ রানে। ১৬ বলে অপরাজিত ছিলেন অধিনায়ক আকবর।
৪২.৩ ওভারে ১৫৭ রান করে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন বিউফোর্ট। বাংলাদেশের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ৫টি, তানজিম হাসান ২টি, শামীম হোসেন ১টি ও শরিফুল ইসলাম ১টি করে উইকেট নেন।
বিডি-প্রতিদিন/মাহবুব