চীনের করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাটি। করোনাভাইরাসের কবলে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনও। যার কারণে স্থগিত করা হয়েছে চীনের নানজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব অ্যাথলেটিক্সের গভর্নিং বডি। চীন থেকে সরিয়ে অন্যকোন দেশে আসর আয়োজনের কথা ভাবছে সংস্থাটি। তবে তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসর পর। ভাইরাসের উৎপত্তিস্থল উহান থেকে নানজিংয়ের দূরত্ব ৩৭০ মাইল।
১৩ থেকে ১৫ই মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো আসর। হুমকির মুখে পড়েছে অলিম্পিক আয়োজনেও। করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টোকিওয়ের গভর্নর ইউরিকো কোইক। কারণ চলতি বছরের ২২ জুলাই পর্দা উঠবে টোকিও অলিম্পিকের। যদিও অলিম্পিকের মতো বড় আসর আয়োজন নিয়ে সকল সমস্যা মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়েছেন টোকিওয়ের গভর্নর।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        