করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। এছাড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০০ ছাড়িয়ে গেছে। এবার এতে আক্রান্ত হয়েছে চীনের ফুটবলও।
দেশের ঘরোয়া ফুটবলের শীর্ষ টুর্নামেন্ট চাইনিজ সুপার লিগের এবারের আসর শুরু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। করোনাভাইরাসের কারণে লিগটি স্থগিত করতে বাধ্য হয়েছে আয়োজকরা।
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিলো এবারের সুপার লিগ। যেখানে খেলার কথা রয়েছে ইয়াইয়া তোরে, মারুন ফেলাইনি, অস্কার, মার্কো আরনাতোভিচ, স্যালোমন রন্ডনদের। কিন্তু লিগের পরিবর্তিত সূচি প্রকাশ করেনি আয়োজকরা।
শুধু চাইনিজ সুপার লিগই নয়, করোনাভাইরাসের কারণে চীনের অন্যান্য খেলাধুলাও ব্যাহত হচ্ছে। ফেব্রুয়ারি ১৫-১৬ তারিখে চীণের ইয়াঙ্কিংয়ে পুরুষদের আলপিন স্কিয়িং বিশ্বকাপ হওয়ার কথা ছিলো। সেটি বাতিল করা হয়েছে জরুরী অবস্থার কারণে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন