বেশ কয়েকদিন ধরেই শোয়েব আখতারের সঙ্গে বীরেন্দ্র শেবাগের বাকযুদ্ধ চলছে। কিছুদিন আগে শেবাগ বলেছিলেন, শোয়েব আখতারের টাকার প্রয়োজন। তাই জন্য তিনি সব সময় ভারতের প্রশংসা করে। কারণ ভারতে আখতারের ব্যবসা রয়েছে। যে কোনও সাক্ষাৎকারে ও ভারতীয় দলের প্রশংসা করে। অথচ খেলোয়াড়ি জীবনে ও কিন্তু এমনটা করত না।
এরপর শেবাগকে জবাব দিয়েছিলেন আখতার। বলেছিলেন, বীরুর মাথায় যতগুলো চুল রয়েছে তাঁর কাছেও তত টাকা রয়েছে। ব্যাপারটা এখানেই আটকে ছিল। কিন্তু এবার এ প্রসঙ্গে তর্কে জড়ালেন রানা নাভেদ। বিতর্ক কিছুটা উস্কে দিলেন। টুইটার-এ ভিডিওবার্তায় রানা নাভেদ বলেন, দুবছর আগেও শেবাগ আমাদের নিয়ে আজেবাজে কথা বলেছিল। খবরদার! আমাদের দেশের ক্রিকেটারদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আজেবাজে কিছু বলা বন্ধ করো। আমরা কিংবদন্তিদের সম্মান দেই। তোমারও সেটাই করা উচিত। আর সেটা না পারলে দয়া করে চুপ করে থাকো।
শোয়েব আখতার অবশ্য বীরুকে জবাব দিয়েছিলেন ঠাট্টার ছলে। তিনি ভিডিও বার্তার শেষে বীরুর উদ্দেশে বলেছিলেন, আমার এই কথাগুলো মজার ছলে নিও। তবে এদিন নাভেদ সেসবের ধার ধারলেন না। তিনি চাচাছোলা ভাষায় শেবাগকে আক্রমণ করে বসলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ