ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ধাপে পাকিস্তান সফরে ইতোমধ্যে লাহোরে বাংলাদেশ বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। নিরাপত্তা দেওয়ার জায়গাতেও সফল হয়েছে দেশটি। টাইগাররা ফের পাকিস্তান সফরে ০৭ ফেব্রুয়ারি, রাউয়ালপিন্ডি টেস্ট খেলবে।
এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষের পরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিয়ে চিন্তা-ভাবনায় বসবে মিসবাহ-উল-হকের দল। কারণ তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে মার্চের শেষের দিকে পাকিস্তানে এক ছোট সফরের ব্যাপারে বিবেচনা করছে প্রোটিয়ারা।
অবশ্য তার আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। যা শেষ হবে ১৮ মার্চ। এরপরই হয়তো পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি খেলতে যেতে পারে প্রোটিয়ারা।
জানা গেছে, আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বা পিএসএল (পাকিস্তান সুপার লিগ) চলাকালীন দক্ষিণ আফ্রিকা নিরাপত্তা প্রতিনিধি পাঠাবে পাকিস্তানে। নিরাপদ মনে করলে তবেই পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাবে তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ