নিজ ক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম।
‘মাদকমুক্ত জীবন চাই, সন্ত্রাসমুক্ত সমাজ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার বগুড়া মাটিডালী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠবার্ষিকীর র্যালির মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
বগুড়া শহরের মাটিডালি এলাকায় ক্রিকেটার মুশফিকুর রহিমের নিজ বাড়ি এলাকায় ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। এই ক্লাবে ছোটবেলা থেকেই খেলাধুলা করতেন ক্রিকেটার মুশফিক।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে মাটিডালী ক্রীড়া চক্র কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন সংঠনের সভাপতি ক্রিকেটার মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা।
প্রায় সাত শতাধিক সদস্য নিয়ে হাতি, ঘোড়া, টমটমসহ নানা রঙ্গে সেজে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি সাতমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাটিডালি গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় পুলিশের সাজুয়া বাদ্যদল ছিল। আনন্দ শোভাযাত্রায় জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সংগঠনের সভাপতি মাহবুব হামিদ তারা, বগুড়া পৌর সভার ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ মেজবাহুল হামিদ, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল হাসান ফারুক উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন