নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’ম্যাচে প্রায় হারের দোরগোড়া থেকে ফিরে জিতেছে ভারত। দু’টি ম্যাচই গড়িয়েছে সুপার ওভার পর্যন্ত। তৃতীয় টি-টোয়েন্টিতে চার বলে দু’রান করতে ব্যর্থ নিউজিল্যান্ড। শুক্রবার ওয়েলিংটনে এক ওভারে সাত রান তুলতে ব্যর্থ রস টেলররা। শেষ ওভারে চার উইকেট হারিয়ে ছয় রান যোগ করে তারা। সুপার ওভারে ফের ভারতের বিরুদ্ধে হেরে ০-৪ ফলে পিছিয়ে নিউজিল্যান্ড।
ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, শেষ দু’ম্যাচ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে কোহলি বলেন, ‘‘শেষ দু’ম্যাচ থেকে শিখেছি, প্রতিপক্ষ ভাল খেললে মেজাজ হারানো চলবে না। শেষ পর্যন্ত সুযোগের অপেক্ষা করে যেতে হবে। সুযোগ পেলে সেখান থেকে আর ফিরে আসা চলবে না।’’
যোগ করেন, ‘‘এর চেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ সমর্থকেরাও হয়তো আশা করেন না। আমরা আগে কখনও সুপার ওভার খেলিনি। অথচ শেষ দু’টি ম্যাচেই এই পরীক্ষা দিতে হয়েছে। দু’টিই জিতেছি। তা প্রমাণ করে, দলের কতটা চারিত্রিক উন্নতি ঘটেছে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ