বিশ্বের সেরা পেস বোলার কে? বাছতে বসলেই নানা নাম নিয়ে তর্ক শুরু হয়ে যাবে। কিন্তু গত বুধবার হ্যামিল্টনে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচের পর পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের মনে বিন্দুমাত্র আর সংশয় নেই। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের মতে, ভারতের মোহম্মদ শামি বিশ্বের সেরা পেস বোলার। যুক্তি পেশ করেছেন শোয়েব।
শোয়েব বলেন, ‘শামি অত্যন্ত বুদ্ধিমান বোলার। ও ভারতের আবিষ্কার। বিশ্বের সেরা পেস বোলার। পরিস্থিতি যাই হোক, নিজেকে চেনাতে পারে। সে বিশ্বকাপই হোক কিংবা নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ। যথার্থই স্মার্ট বোলার। যখনই বুঝে যাচ্ছে ইয়র্কারে কাজ হবে না, সঙ্গে সঙ্গে লেংথ বল বা বাউন্সার দিচ্ছে।’
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আরও বলেছেন, ‘হ্যামিল্টনে নিউজিল্যান্ড ইনিংসের শেষ ওভারে শামির প্রথম বলে যখন টেলর ছয় মারল, ভেবেছিলাম খেলা শেষ। আর কিছু করতে পারবে না ভারত। কিন্তু সেই সময়ই শামি নিজের অভিজ্ঞতা কাজে লাগাল। শামি জানত সামান্য হলেও শিশির পড়ছে। বুঝেছিল, ঠিকঠাক লেংথে রাখলে বল স্কিড করবে।’
শোয়েব শেষে বলেন, ‘আমার শেষ ম্যাচে রস টেলর মিডউইকেট দিয়ে খুব পিটিয়েছিল। শামির বলেও ও একই শট খেলতে গিয়ে আউট হয়েছে। তবে সম্পূর্ণ কৃতিত্ব শামির। অস্বীকার করার উপায় নেই।’
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ