ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন হার্দিক পান্ডিয়া। মেরুদণ্ডের ব্যথা থেকে এখনও সুস্থ হয়ে উঠতে না পারায় দলে রাখা হয়নি তাকে।
২৬ বছর বয়সী ভারতীয় এই অল-রাউন্ডারকে গত বছরের ৫ অক্টোবর লন্ডনে দীর্ঘস্থায়ী এই সমস্যার জন্য সার্জারি করতে হয়েছিল। তিনি আশাও করেছিলেন সুস্থ হয়ে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার। কিন্তু সম্ভাবনা সত্ত্বেও নিউজিল্যান্ড সফরে যেতে পারবেন না তিনি।
ফিট না হওয়া পযর্ন্ত পান্ডিয়া ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন চালিয়ে যাবেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম