ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব নিউক্যাসল ইউনাইটেড কিনে নিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ক্লাবটির বর্তমান মালিকের সঙ্গে কথাবার্তা হয়েছে যুবরাজের প্রতিনিধিদের। নিউক্যাসলকে কেনার জন্য ৪৪৫ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে তারা।
যুবরাজ সালমান যে বিপুল অর্থ-বিত্তের মালিক সে কথা কারো অজানা নয়। তাকে বলা হয় বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল ইয়ট, দামি পেইন্টিং এসব আছে তার ঝুলিতে। এবার তার সম্পদের তালিকায় যুক্ত হতে যাচ্ছে একটি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবও।
সালমান এবং তার পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ ট্রিলিয়ন পাউন্ড! এর মানে হলো, সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের ৩৪ বছর বয়সী সন্তানের হাতে এতই অর্থ আছে যে নিউক্যাসলের মতো ক্লাব কেনা তার কাছে ডালভাত। ব্লুমবার্গ জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই ক্লাবের মালিকানা বদলের চুক্তি হতে পারে। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।
বিডি-প্রতিদিন/শফিক