১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০৯:১৬

প্রতিপক্ষ জিম্বাবুয়ে, প্রস্তুত তাইজুল

অনলাইন ডেস্ক

প্রতিপক্ষ জিম্বাবুয়ে, প্রস্তুত তাইজুল

ফাইল ছবি

জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। ফিরেছেন মুশফিকুর রহিম।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট দল থেকে বাদ পড়েছেন আরও তিনজন- সৌম্য সরকার, আল-আমিন ও রুবেল হোসেন। মুশফিক ছাড়াও ফিরেছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। সুযোগ পেয়েছেন তরুণ গতি তারকা হাসান মাহমুদ ও ব্যাটসম্যান ইয়াসির আলী।

তবে সাদা পোশাকে জিম্বাবুয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন বাংলাদেশের বোলার তাইজুল ইসলাম। ৫ টেস্টে বাংলাদেশের এই স্পিনার নিয়েছেন ৩৫ উইকেট। গড় ২১.১১। এক ইনিংসে তার ৮ উইকেট নেওয়ার রেকর্ডও আছে (ম্যাচে ১১ উইকেট)। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসানের ২৬টি। 

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলী।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর