১৫ আগস্ট, ২০২০ ০২:৩৭

আইপিএলে ১০ সেকেন্ডের দাম ১০ লাখ!

অনলাইন ডেস্ক

আইপিএলে ১০ সেকেন্ডের দাম ১০ লাখ!

করোনার তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ক্রিকেটের ২২ গজেও পড়েছে এর প্রভাব। তবে ধীরে ধীরে মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। এমন পরিস্থিতির মাঝেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপএল) ১০ সেকেন্ড সময়ের জন্য বিজ্ঞাপন দিলে মিনিমাম ৮ থেকে ১০ লাখ টাকা খরচ করতে হবে। মহামারী করোনাভাইরাসের এই কঠিন পরিস্থিতিতেও বিজ্ঞাপন সম্প্রচারের জন্য খরচ কমাবে না স্টার স্পোর্টস।

এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শীঘ্রই বিজ্ঞাপনের রেট নির্ধারণ করে দেবে আইপিএল সম্প্রচারকারী চ্যানেল।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের ১৩তম আসর। ৫৩ দিন ধরে চলবে আইপিএল। প্রথমদিকে দর্শকশূন্য মাঠেই ম্যাচ হবে। পরবর্তীতে দর্শকদের গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি দেয়া হতেও পারে।

করোনার কারণে এ বছর আইপিএল দেখতে টিভির পর্দায় ভিড় জমাবেন আগ্রহী দর্শকরা। তাই এ বছর আইপিএলের ভিউয়ারশিপ আকাশছোঁয়া হবে বলেই আশাবাদী স্টার স্পোর্টস।

আইপএল সম্প্রচারের জন্য স্টার স্পোর্টের কাছ থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ৩ হাজার ২৭০ কোটি টাকা চেয়েছে। এ কারণেই স্টার স্পোর্টস বিজ্ঞাপনদাতাদের ছাড় না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর