২০ সেপ্টেম্বর, ২০২০ ১২:১৭

বিশ্বকাপ কোয়ালিফায়ারে ব্রাজিলের অধিনায়ক নেইমার

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ কোয়ালিফায়ারে ব্রাজিলের অধিনায়ক নেইমার

ফাইল ছবি

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না নেইমারের। ক্লাবের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রাণঘাতী এই ভাইরাসকে হারিয়ে মাঠে ফেরার প্রথম দিনেই বিপত্তি। বিপক্ষ ফুটবলারকে পিছন থেকে আঘাত করে লাল কার্ড দেখা, তার জেরে আবার তাঁকে দু’ম্যাচ নির্বাসন করেছে ফরাসি ফুটবলের গভর্নিং বডি।

এদিকে নেইমারের শাস্তির আড়ালে অনেকটাই ঝাঁঝ হারাচ্ছে তাঁর প্রতি বিপক্ষ ফুটবলারের বর্ণবৈষম্যের অভিযোগ। যদিও এব্যাপারে ব্রাজিলিয়ান তারকা পাশে পেয়েছেন তাঁর দেশ এবং তাঁর ক্লাবকে। ব্রাজিল জাতীয় দলের কোচ তিতের ঘোষণায় নেইমারের প্রতি তাঁর দেশের অগাধ আস্থা আরও একবার প্রকট হল। নেইমারকে সামনে রেখেই আগামী মাস থেকে ২০২২ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে নামবে সেলেকাওরা। অর্থাৎ, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নেইমারের হাতেই থাকছে দলের আর্মব্যান্ড।

এক নজরে বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য ব্রাজিলের ঘোষিত স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন বেকার, স্যান্তোস, ওয়েভার্টন

ডিফেন্ডার: দানিলো, গ্যাব্রিয়েল মেনিনো, অ্যালেক্স টেলেস, রেনান লোডি, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, ফিলিপ, রদ্রিগো সাইও

মিডফিল্ডার: ক্যাশেমিরো, ফ্যাবিনহো, ব্রুনো গুইমারায়েস, ডগলাস লুইজ, ফিলিপ কুতিনহো, এভার্টন রিবেইরো

ফরোয়ার্ড: গ্যাব্রিইয়েল জেসুস, রদ্রিগো, নেইমার, এভার্টন, রবার্তো ফিরমিনো, রিচার্লিসন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর