২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৩:৪২

ধোনির রেকর্ড ভাঙলেন অজি নারী ক্রিকেটার হিলি

অনলাইন ডেস্ক

ধোনির রেকর্ড ভাঙলেন অজি নারী ক্রিকেটার হিলি

আন্তর্জাতিক অঙ্গনে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডিসমিসালের বিশ্বরেকর্ডের মালিক এখন অস্ট্রেলিয়ার নারী উইকেটরক্ষক আলিসা হিলি। নারী ও পুরুষ মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডিসমিসাল এখন হিলির। 

১১৪টি টি-টোয়েন্টিতে ৯২টি ডিসমিসাল হিলির। এই অর্জন করে ভারতের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলেছেন হিলি। ৯৮ ম্যাচে ৯১টি ডিসমিসাল ধোনির। অবশ্য পুরুষ ক্রিকেটে সবার উপরেই থাকছেন ধোনি। আর নারীদের ক্রিকেটে অনেক আগেই সর্বোচ্চ ডিসমিসালের মালিক হয়েছেন হিলি।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে দু’টি স্টাম্পিং করে ধোনিকে টপকে যান হিলি।

দশ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪২টি ক্যাচ ও ৫০টি স্টাম্পিং করেছেন হিলি। আর ১৩ বছরের ক্যারিয়ারে ৫৭টি ক্যাচ ও ৩৪টি স্টাম্পিং করেছেন ধোনি। এ বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের দু’টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর