স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদকে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে উড়ন্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
‘এ’ গ্রুপের এই ম্যাচে বুধবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ৪-০ গোলে জয় তুলে নেয় বায়ার্ন।
দুই মাস আগে লিসবনে অনুষ্ঠিত ফাইনালের নায়ক কিংসলে কোমান এদিন জোড়া গোল করেন। ম্যাচের ২৮ ও ৭২ মিনিটে গোল আদায় করেন তিনি। ৪১ মিনিটে লেয়ন গোরেটস্কা ও ৬৬ মিনিটে কোরোঁতাঁ তোলিসোও গোল করেন। প্রথমার্ধ শেষে বায়ার্ন ২-০ গোলে এগিয়ে ছিল।
‘এ’ গ্রুপের আরেক ম্যাচে সালসবুর্কের মাঠে ২-২ গোলে ড্র করেছে লোকোমোতিভ মস্কো।
বিডি প্রতিদিন/কালাম