অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এবার সেই একাদশ নিয়েই বক্সিং ডে টেস্টে টিম ইন্ডিয়াকে মোকাবিলা করবে স্বাগতিকরা। সিরিজে ১-০ তে এগিয়ে থেকে শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারতীয়দের মুখোমুখি হবে অজিরা।
কুঁচকির ইনজুরিতে দ্বিতীয় টেস্টেও ডেভিড ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তারপরও দলে পরিবর্তন আনার কোনও কারণ দেখছেন না কোচ জাস্টিন ল্যাঙ্গার। টপ অর্ডারে ম্যাথু ওয়েডের সঙ্গে আবারও জুটি গড়তে দেখা যাবে জো বার্নসকে।
বৃহস্পতিবার ল্যাঙ্গার একাদশ নিয়ে তার পরিকল্পনার কথা জানান, ‘আগেরটা যেভাবে জিতেছি, তাতে করে এই টেস্ট ম্যাচের একাদশে পরিবর্তন আনতে হলে আমাকে বেশ সাহসী হতে হবে। আগামী কয়েক দিন কোনও কিছু না ঘটলে আমরা একই একাদশ নিয়ে মাঠে নামবো।’
ম্যাচ দেখতে স্টেডিয়ামে ৩০ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। মার্চে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার এমসিজিতে দর্শক দেখা যাবে। যদিও ৯০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে এই সংখ্যা নগণ্য।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ