দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম খেলায় সেঞ্চুরিয়নের স্পোর্ট পার্কে ইনিংস ও ৪৫ রানের ব্যবধানে হেরেছে সফরকারী শ্রীলংকা। এবার জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকান পেসার আনরিচ নর্টজের ঝড়ে ১৫৭ রানেই গুটিয়ে গেল লংকানরা ।
রবিবার শুরু হওয়া টেস্টের প্রথম ইনিংসে নিয়মিত উইকেট পতনের কারণে ১৫৭ রানে অলআউট হয় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার কুশল পেরেরা। এছাড়া ২৯ ও ২২ রান করে করেন ডি সিলভা ও দুশমন্ত চামিরা।
দক্ষিণ আফ্রিকার হয়ে অষ্টম টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারে ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন আনরিচ নর্টজে। এছাড়া ৩ উইকেট নেন ওয়াইন মুল্ডার।
জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রান করে ফেরেন অ্যাডিন মার্কওরাম। দলীয় ৩৪ রানে তার বিদায়ের পর ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম দিনের খেলা শেষ করেন ওপেনার ডিন এলগার ও রিশি ভেন দার ডুসেন। ক্যারিয়ারের ৬৫তম টেস্টে ১৩তম সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন এলগার। তিনি ১১৯ বলে ১৬টি চারের সাহায্যে ৯২ রান করে অপরাজিত আছেন ও ৪০ রানে অপরাজিত ডুসেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন