বয়সকে হার মানালেন ৭১ বছর বয়সী রুডি ক্যান্ডলাব। এই মার্কিনি ওয়েট লিফ্টিংয়ে একদিনে চারটি বিশ্ব রেকর্ড গড়েছেন। সান দিয়েগোর ইউএসপা নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ-এ ২০২০ সালের নভেম্বর মাসে তিনি এরকম ইতিহাস তৈরি করেন। রেকর্ডগুলোর মধ্যে রয়েছে ২৩৪ কেজি ডেডলিফ্ট, স্কোয়াট ১৯৫ কেজি ও ৩০৩ কেজি বেঞ্চ প্রেসড।
সম্প্রতি ইনস্টাগ্রামে রুডি নিজেই এই রেকর্ডের কথা জানিয়ে এক ভিডিও পোস্ট করে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে রিপাবলিক ওয়ার্ল্ড। তিনি বলেন, তার কাছে দিনটি খুবই ভালো ছিল। পরে তিনি তার ট্রেনিং পার্টনার ও কোচদের ধন্যবাদও জানান। আর পরেই বিষয়টি জানাজানি হয়। তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন নেটিজেনরা।
জানা গেছে, রুডির ছোটবেলায় কিংবা তরুণ বয়সে এই ধরনের কোনও ইচ্ছাই ছিলো না। কিন্তু ৫৫ বছর বয়স থেকে পাওয়ারলিফ্টার হওয়ার স্বপ্ন দেখেন তিনি। তারপর থেকেই শুরু করেন সেই স্বপ্নের পথে এগোতে। শুরু করেন ট্রেনিং নেওয়া। বর্তমানে ৭১ বছর বয়স তার। ঝুলিতে এই চারটি বিশ্ব রেকর্ড ছাড়াও রয়েছে একাধিক রেকর্ড। সূত্র : নিউজ এইটটিন।
বিডি-প্রতিদিন/শফিক