স্প্যানিশ ফুটবল লিগে অ্যাথলেতিকো বিলবাওয়ের সাথে ২-৩ গোলের কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরুতেই ৩ মিনিটে ইনাকি উইলিয়ামসের গোলে লিড পায় বিলবাও।
তবে ম্যাচের ১৪ মিনিটে মেসি ও ডি ইংয়ের আক্রমণ থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান মিডফিল্ডার পেদ্রি।
৩৮ মিনিটে বছরের প্রথম গোল করে দলকে লিড এনে দেন মেসি। আরও একটি গোল এসেছিলো মেসির পা থেকে তবে সেটি অফসাইডে বাতিল ঘোষণা করেন রেফারি।
৬২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন পেদ্রি। ৯০ মিনিটে এক গোল শোধ দেন বিলবাওয়ের ইকার মুনিয়েন। তবে শেষ পর্যন্ত আর কোনও গোলের দেখা পায়নি কোনও দলই। তাই ৩-২ গোলের সুখের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।
বিডি প্রতিদিন/কালাম